দিনাজপুরের খানসামায় ২কোটি ৮৮ লক্ষ টাকা ব্যায়ে কুতুবডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ৪তলা একাডেমিক ভবন উদ্বোধন।
১৩ অক্টোবর বুধবার সকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EED) এর বাস্তবায়নে দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের কুতুব ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ২কোটি ৮৮ লক্ষ টাকা ব্যায়ে নব নির্মিত ৪তলা একাডেমিক ভবন উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এম,পি।
প্রথমে গোয়ালডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছলিমউদ্দিন শাহ এর অসুস্থ খবর শুনে তার বাড়িতে দেখতে যান।পরে কুতুব ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভবন উদ্বোধন করে তিনি ঢাকার উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দরে রওনা দেন।
এসময় কুতুব ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি কেশব চন্দ্র রায় এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইউএনও আহমেদ মাহবুব-উল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আহমেদ শাহ,সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,উপজেলার ওসি শেখ কামাল হোসেন,কুতুব ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধরনী মোহন রায়,উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও আঙ্গারপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ চেয়ারম্যানবৃন্দ,আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুব মহিলালীগ,আওয়ামী মৎস্য জীবী লীগ নেতৃবৃন্দ।