গত রাতে রুপসি গ্রামে পুলিশের একজন ভুয়া এএসপি ধরা পরেছে। সংবাদ পেয়ে থানা পুলিশ উপস্থিত হয়ে তার নাম ঠিকানা জিজ্ঞেস করলে তার নাম সোলাইমান কবির (৩৫) পিতা শাহজাহান সাং কুচনিপাড়া থানা ঝিনাইগাতি,জেলা শেরপুর বলিয়া প্রকাশ করে সোলায়মান।
উক্ত সোলায়মান এর সাথে কেয়া(ছদ্দ নাম) সাং – রুপসি, থানা -ফুলপুর জেলা – ময়মনসিংহ এর ফেইসবুকে পরিচয় হলে সে নিজেকে ৪০ তম বিসিএস এর এএসপি হিসাবে পরিচয় দেয় এবং বিবাহের প্রস্তাব দিলে কেয়া তার বাবার বাড়ী আসার জন্য বলে। কেয়া শেরপুর সরকারী কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ফাইনাল ইয়ারে পড়াশুনা করে।
পরবর্তীতে গতকাল রাতে সে একাই বিবাহের প্রস্তাব নিয়ে কেয়ার পিতার বাড়ী আসলে কথাবার্তায় সন্দেহ হলে তারা আটক করে পুলিশে খবর দেয় কেয়ার বাবা।খবর পেয়ে তাৎক্ষনিক ফুলপুর থানার পুলিশ উপস্থিত হয়ে সোলায়মানের কাছ থেকে কিছু জিনিস উদ্ধার করে। পুলিশের সরকারী বুট,একটি মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ফুলপুর থানায় মামলা হয়েছে।