মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিনোদ গালা এলাকা থেকে ইয়াবাসহ একজনকে আটক করেছে হরিরামপুর থানা পুলিশ।
সোমবার সন্ধায় উপজেলার গালা ইউনিয়নের বিনোদ গালা এলাকা থেকে হরিরামপুর থানা উপ পরিদর্শক অতুল কুমার ও রুস্তম আলীর নেতৃত্বে মাদক কারবারি আল আমিনকে (১৮) আটক করা হয়। আল আমিন বিনোদ গালা এলাকার সেলিমের ছেলে।
হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, টিটু নামে এক মাদক কারবারি হরিরামপুরের গালা এলাকায় মাদক নিয়ে এসেছে এমন গোপন সংবাদ পেয়ে বিকেলের দিকে বিনোদ গালা এলাকায় হরিরামপুর থানা উপ পরিদর্শক অতুল কুমার ও রুস্তম আলী অভিযান চালিয়ে আল আমিন নামে এক মাদক কারবারিকে আটক করে। এসময় তার কাছে থাকা ব্যাগ থেকে ১২০০ পিছ ইয়াবা জব্দ করা হয়। মাদক বিক্রির ৪৬৫ টাকাও জব্দ করা হয়। তবে একাধিক মাদক মামলার আসামি টিটু পালিয়ে যায়।
আটক আল আমিনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।