র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন অপরাধের বিরুদ্ধে দ্রুত বিচারের নিমিত্তে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১২ এর সিপিএসসি, বগুড়া ক্যাম্প তার গোয়েন্দা নজরদারীর মাধ্যমে জানতে পারে যে, বগুড়ার সদর থানাধীন ফুলবাড়ী এলাকায় বিএসটিআই এর অনুমোদন ছাড়া এবং নিম্নমানের উপাদান দ্বারা কয়েল তৈরী করতেছে। এ তথ্যের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের আভিযানিক দল অদ্য ১১ অক্টোবর ২০২১ তারিখ ১০০০ ঘটিকা হতে ১১৩০ ঘটিকা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। উক্ত ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রুপম দাস। ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে বিএসটিআই আইন ২০১৮ এর ১৫(১), ২১ ধারা ভংগের অপরাধে ১। মোঃ সারোয়ার হোসেন (৩৫), পিতা-মোঃ রিয়াজ উদ্দিন, সাং-ফুলবাড়ী, থানা ও জেলা-বগুড়াকে ৩০,০০০/- টাকা অর্থদন্ডপূর্বক মুক্তি প্রদান করেন। এ বিষয়ে র্যাব–১২ স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মোঃ সোহরাব হোসেন সাংবাদিকদের জানান র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের এ ধরনের অপরাধ বিরোধী ভ্রাম্যমান আদালত কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।