আবুল বাশার সৌদি আরব যাচ্ছিলেন, এয়ারপোর্টে নুর মোহাম্মদ নামের এক মাদকপাচারকারী কৌশলে তার ব্যাগে ইয়াবা ঢুকিয়ে দেয় । জেদ্দায় নামার পর বিমানবন্দর পুলিশ তার কাছে ইয়াবা পেয়ে গ্রেফতার করে
পরে তার স্ত্রী মামলা করলে বাংলাদেশ বিমানবন্দরের সিসি ক্যামেরা দেখে পুলিশ নুর মোহাম্মদকে গ্রেফতার করে , সে আবার জামিনও পেয়ে যায় ।
ওদিকে সৌদিআরবে আবুল বাশারের ২০ বছরের জেল হয়ে গেছে কারন বাংলাদেশ দুতাবাসের পাছা নড়ে না । একটা নিরীহ নিরপরাধ মানুষ ২০ বছরের জেল খাটবে আর আসল অপরাধী জামিনে মুক্ত হয়ে ঘুরে বেড়াবে?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে অনেক কিছু পরিবর্তন হয় । আসেন আমরা এই নিউজটাকে ভাইরাল করি । তাতে যদি সৌদি দুতাবাসের টনক নড়ে এবং তারা সঠিকভাবে আপিল করে আবুল বাশারকে মুক্ত করে ।